ঢাকা: ব্যাংক এশিয়ার ৩০০ কোটি টাকা, প্রাইম ব্যাংকের ২৫০ কোটি ও ইস্টার্ন ব্যাংকের ২৫০ কোটি টাকার বন্ডের প্রস্তাব অনুমোদ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পাশাপাশি রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৫০ কোটি টাকার বে-মেয়াদী মিউচ্যুয়াল ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার বিএসইসি’র ৫৩০তম নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।
বিএসইসি সূত্রে জানা গেছে, অনুমোদন পাওয়া তিনটি ব্যাংকেরই বন্ডের মেয়াদা সাত বছর। স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, কর্পোরেট বডি, অন্যান্য বৈধ ব্যক্তিরাই প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড কিনতে পারবেন।
এর মধ্যে ব্যাংক এশিয়া ও ইস্টার্ন ব্যাংকের বন্ডের বৈশিষ্ট্য হবে নন-কনভার্টেবল, সাব-ওর্ডিনেটেড বন্ড, অনিরাপদ, তালিকাহীন, কুপন রেট ১১ দশমিক ৫০ শতাংশ হতে ১৪ দশমিক ৫০ শতাংশ হবে।
জানা গেছে, বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে ব্যাংক এশিয়া লিমিটেড ব্যাসেল টু এর শর্ত পূরণ তথা মূলধন পর্যাপ্ততা অনুপাত সংরক্ষণ করবে। ব্যাংক এশিয়ার সাব-ওর্ডিনেটেড বন্ড প্রতি ইউনিটের অভিহিত মূল্য হবে এক লাখ টাকা। বন্ডের ম্যান্টেড লিড অ্যারেঞ্জার এবং ট্রাস্টি হিসেবে কাজ করছেন স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাংক ও গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ইস্টার্ন ব্যাংক বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে ব্যাসেল টু এর শর্ত পূরণ তথা মূলধন পর্যাপ্ততা অনুপাত সংরক্ষণ করবে। ইস্টার্ন ব্যাংক সাব-ওর্ডিনেটেড বন্ড প্রতি ইউনিটের অভিহিত মূল্য হবে ১০ লাখ টাকা। এই বন্ডের ম্যান্টেড লিড অ্যারেঞ্জার এবং ট্রাস্টি হিসেবে কাজ করছেন স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাংক ও গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
প্রাইম ব্যাংক বন্ড ইস্যুর মাধ্যমে টাকা সংগ্রহ করে প্রাইম ব্যাংক ব্যাসেল টু এর শর্ত পূরণ, টায়ার টু মূলধন বৃদ্ধি কাজে ব্যয় করবে। প্রাইম ব্যাংকের সাব-অর্ডিনেটেড বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্যে হবে ১০ লাখ টাকা। এই বন্ডটিরও ট্রাস্টি হিসেবে কাজ করবে স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক ও গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি।
এদিকে বিএসইসির ৫৩০তম সভায় রূপালী লাইফ ইন্স্যুরেন্সের বে-মেয়াদী মিউচ্যুয়াল ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন দেওয়া হয়। এই মিউচ্যুয়াল ফান্ডের আকার হবে ৫০ কোটি টাকা। উদ্যোক্তাদের অংশ ২০ কোটি হবে। আর সাধারণ বিনিয়োগকারীদের জন্য প্রাথমিকভাবে বরাদ্দ বাকি ৩০ কোটি টাকা রাখা হয়েছে। অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।
ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসাবে কাজ করছে প্রাইম ফিন্যান্স অ্যাসেট কোম্পানি লিমিটেড।
বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৪