ঢাকা: পুঁজিবাজার থেকে পুঁজি উত্তোলনের অনুমোদন পাওয়া হামিদ ফেব্রিকসের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ফলফল প্রকাশ হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের মিলনায়তনে লটারির ড্র অনুষ্ঠিত হয়।
ফলাফলের জন্য এখানে ক্লিক করুন: http://dsebd.org/ipo_lottery_result.php
জানা যায়, এ কোম্পানির আইপিও আবেদনের মধ্য দিয়ে শুরু হয়েছে আইপিওর নতুন আবেদন পদ্ধতির পাইলট প্রকল্প। আর প্রথম কোম্পানিতে ব্রোকারেজ হাউজগুলোর মাধ্যমে দেড় লাখ লট শেয়ার ক্রয়ের আবেদন করেন।
অর্থাৎ ব্রোকারেজ হাউজগুলোর মাধ্যমে ১০৫ কোটি টাকার শেয়ার ক্রয়ের আবেদন জমা পড়ে।
কোম্পানিটি বাজার থেকে ১০৫ কোটি টাকা সংগ্রহ করেছে।
এছাড়া এ কোম্পানির আইপিওতে টাকার অংকে চাহিদার সাড়ে ৮ গুণ আবেদন জমা পড়ে। কোম্পানি আইপিওতে মোট ৮৯১ কোটি টাকার আবেদন জমা পড়ে।
সাধারণ, ক্ষতিগ্রস্ত ও মিউচুয়াল ফান্ড কোটায় ৮৪৬ কোটি ১৪ লাখ ৪ হাজার টাকা এবং প্রবাসী কোটায় ৪৫ কোটি ৫০ লাখ টাকার আবেদন পড়ে।
কোম্পানিটি শেয়ারবাজারে ৩ কোটি শেয়ার বরাদ্দ দেবে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২৫ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা এবং মার্কেট লট নির্ধারণ ২০০টি শেয়ারে।
এ কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, আক্টোবর ৩০, ২০১৪