ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০২ নভেম্বর) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মূল্যসূচকে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১টা ২০ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩০ পয়েন্ট কমে ৫ হাজার ১৪৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৮ পয়েন্ট কমে এক হাজার ৯৩০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৬ পয়েন্ট কমে এক হাজার ২১৩ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৯টির, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দাম।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, শাহজিবাজার পাওয়ার, সাইফ পাওয়ারটেক, সামিট অ্যালিয়েন্স পোর্ট, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, বিইডিএল, তিতাস গ্যাস, কেয়া কসমেটিকস, কেপিসিএল ও এসপিপিসিএল।
লেনদেন হয়েছে মোট ৪৮৪ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ৭২৪ কোটি ৮৪ লাখ টাকা।
এর আগে বেলা পৌনে ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট কমে ৫ হাজার ১৭১ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৭ পয়েন্ট কমে এক হাজার ৯৪২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ২১৮ পয়েন্টে স্থির হয়।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১টা ২৮ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৯৯ পয়েন্ট কমে ৯ হাজার ৬০১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৬১ পয়েন্ট কমে ১২ হাজার ৯৬২ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৬৪ পয়েন্ট কমে ১৫ হাজার ৭৯৫ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৩টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির দাম।
লেনদেন হয় মোট ৫১ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
বাংলাদেশ সময় : ১১৫৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৪/আপডেটেড : ১৩২৮ ঘণ্টা