ঢাকা: ‘ফিন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানাললাইসিস’ শীর্ষক প্রশিক্ষণের সনদ বিতরণ করেছে দেশের প্রধান শেয়াবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেয়ারবাজারে ঝুঁকি এড়াতে বিনিয়োগকারীদের কোম্পানির আর্থিক প্রতিবেদন সম্পর্কে জ্ঞান থাকা জরুরী। আর কোন কোন টার্ম বা রেশিও কোম্পানির ভালো বা খারাপ অবস্থা নির্দেশ করে তা কোম্পানির আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে জানা যায়। আর এসব বিষয়ে সচেতনতা বাড়াতে ডিএসই’র ট্রেনিং একাডেমি ১০ দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করে। গত শনিবার এ প্রশিক্ষণে অংশগ্রহনকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।
ডিএসই’র মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব শেখ মোহাম্মদউল্লাহ বলেন, কোম্পানির আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে আর্থিক অবস্থা জানা সম্ভব। যা করতে পারলে একজন বিনিয়োগকারীর গুজবে কান দেওয়ার প্রয়োজন হয় না। যদি বাজার সঠিক বিশ্লেষণ করে বিনিয়োগ করা যায় তবে এ খাতে সফলতা আসবে। নিয়মিত বিশ্লেষণ করে একজন বিনিয়োগকারী বাজারে বিনিয়োগের ঝুঁকি হ্রাস করতে পারে।
প্রশিক্ষণ কর্মশালায় সাধারণ বিনিযোগকারী, বিভিন্ন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজের ৪০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পরিচালক জনাব মো. আবুল কালাম, ইউনাইটেড ইন্টান্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ও স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্স অনুষদের ডিন ড. মুহাম্মদ মুসা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, সহকারি অধ্যাপক হোসেন আহমেদ এনামুল হুদা এবং প্রভাষক তাহের জামিল প্রশিক্ষণ দেন।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৪