ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচক ৫ হাজার পয়েন্টের নিচে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৪
সূচক ৫ হাজার পয়েন্টের নিচে

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৯ নভেম্বর) লেনদেনের শুরুতে মূল্যসূচকে ওঠানামা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।



ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ২টা ০৫ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৭১ পয়েন্ট কমে ৪ হাজার ৯৫৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৪৩ পয়েন্ট কমে এক হাজার ৮২৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৯ পয়েন্ট কমে এক হাজার ১৬১ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ১৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- ওয়েস্টার্ন শিপইয়ার্ড, শাহজিবাজার পাওয়ার, কেয়া কসমেটিকস, বিইডিএল, কেপিপিএল, আরএসআরএম স্টিল, তিতাস গ্যাস, ডেসকো, সাইফ পাওয়ার ও ন্যাশনাল পলিমার।

লেনদেন হয়েছে মোট ৭১৮ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ৬২০ কোটি ১৭ লাখ টাকা।                     

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট কমে ৫ হাজার ১৯ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১০ পয়েন্ট কমে এক হাজার ৮৫৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ১৭৯ পয়েন্ট হয়।

বেলা ১১টা ৩৫ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৩ পয়েন্ট কমে ৪ হাজার ৯৯১ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৩০ পয়েন্ট কমে এক হাজার ৮৩৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১০ পয়েন্ট কমে এক হাজার ১৭০ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ২টা ০৭ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ১০৫ পয়েন্ট কমে ৯ হাজার ৩৩৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ২৫৫ পয়েন্ট কমে ১২ হাজার ৪৩২ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২৩৪ পয়েন্ট কমে ১৫ হাজার ২৬৫ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২১৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭০টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দাম।

লেনদেন হয় মোট ৫৭ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ৪৮ কোটি ৬৪ লাখ টাকা।    

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৪/আপডেটেড : ১১৪৫ ঘণ্টা/আপডেটেড : ১৪১৩ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।