ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

আইসিবির আট ফান্ডের সম্পদমূল্য প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৪
আইসিবির আট ফান্ডের সম্পদমূল্য প্রকাশ

ঢাকা: ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) আট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের নেট অ্যাসেট ভ্যালু বা প্রকৃত সম্পদমূল্য (এনএভি) প্রকাশ করা হয়েছে।

রোববার (৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।



এতে চলতি বছরের ৪ নভেম্বর পর্যন্ত হিসাব অনুযায়ী ১০ টাকা অভিহিত মূল্যের আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের বিপরীতে সম্পদমূল্য জানানো হয়।

প্রথম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) বাজারমূল্য অনুসারে ১৫৮৫.৭০ টাকা ও ক্রয়মূল্য অনুসারে ২২২.৩৫ টাকা।

দ্বিতীয়টির ইউনিট প্রতি প্রকৃত এনএভি বাজারমূল্য অনুসারে ৩২২.৪১ টাকা ও ক্রয়মূল্য অনুসারে ৯৪.৫২ টাকা।

তৃতীয়টির এনএভি বাজারমূল্য অনুসারে ৩৫৪.৮৫ টাকা ও ক্রয়মূল্য অনুসারে ৬৫.৭৭ টাকা।

চতুর্থটির এনএভি বাজারমূল্য অনুসারে ৩০১.০৫ টাকা ও ক্রয়মূল্য অনুসারে ৭০.৩৫ টাকা।  

পঞ্চমটির এনএভি বাজারমূল্য অনুসারে ২৫৫.৮৪ টাকা ও ক্রয়মূল্য অনুসারে ৫৫.৩৬ টাকা।  

ষষ্ঠটির এনএভি বাজারমূল্য অনুসারে ৬৩.৩৮ টাকা ও ক্রয়মূল্য অনুসারে ২৬.২২  টাকা।  

সপ্তমটির এনএভি বাজারমূল্য অনুসারে ১১৬.৪০ টাকা ও ক্রয়মূল্য অনুসারে ৩৪.৪০ টাকা।

সর্বশেষ অষ্টম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট প্রতি এনএভি বাজারমূল্য অনুসারে ৭৭.১৫ টাকা ও ক্রয়মূল্য অনুসারে ২৯.৮০ টাকা।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।