ঢাকা: পাট খাতের সোনালী আঁশ লিমিটেডের শেয়ার দর সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১১ নভেম্বর) সবচেয়ে বেশি বেড়েছে।
এদিন ১২ টাকা বা ৯ দশমিক ৯৫ শতাংশ দর বেড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) টপটেন গেইনার তালিকার শীর্ষে অবস্থান করে কোম্পানিটি।
দিনভর এই শেয়ার ১২৮ টাকা থেকে ১৩২ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়। সর্বশেষ লেনদেন হয় ১৩২ টাকা ৬০ পয়সায়।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
এ ছাড়া দাম বাড়ার দ্বিতীয় অবস্থানে ছিল প্রকৌশল খাতের সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এদিন এ শেয়ারের দর ৪ টাকা ৮০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৫৩ টাকা ১০ পয়সায়।
এর পর দর বাড়ার তৃতীয় স্থানে ছিল বিদ্যুৎ ও জ্বালানি খাতের বরকতুল্লাহ ইলেক্ট্রো ডায়নামিকস লিমিটেড। এর শেয়ার দর ৩ টাকা ৫০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৩৯ টাকা ১০ পয়সায়।
চতুর্থ স্থানে ছিল কাগজ ও মুদ্রণ খাতের হাক্কানি পাল্প অ্যান্ড পেপার লিমিটেড। এর শেয়ার দর ২ টাকা ৬০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ২৯ টাকা ৩০ পয়সায়।
পঞ্চম স্থানে ছিল ওষুধ ও রসায়ন খাতের ওরিয়ন ইনফিউশন লিমিটেড। এর শেয়ার দর ২ টাকা ৭০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৬৮ টাকায়।
ষষ্ঠ আর্থিক খাতের ফ্যাস ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। এর শেয়ার দর ১ টাকা ৭০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ১৯ টাকা ৬০ পয়সায়।
সপ্তম ভ্রমণ ও অবকাশ খাতের পেনিনসুলা চিটাগং লিমিটেডের শেয়ার দর ২ টাকা ৫০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৩৫ টাকা ৬০ পয়সায়।
অষ্টম বিদ্যুৎ ও জ্বালানি খাতের সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড। এর শেয়ার দর ৩৭ টাকা ৪০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৫৩৫ টাকা ৮০ পয়সায়।
নবম ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের দর ৫০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৬ টাকা ১০ পয়সায়।
আর দশম স্থানে ছিল প্রকৌশল খাতের কাশেম ড্রাইসেলস লিমিটেড। এর শেয়ার দর ৩ টাকা ৬০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৬৩ টাকায়।
বাংলাদেশ সময় : ১৬৫৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৪