ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ৩ শ’ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ছাড়ার অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (১১ নভেম্বর) কমিশনের ৫৩১তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।
বন্ডটি নন-কনভারটেবল ও সম্পূর্ণ অবসানযুক্ত। সাত বছর পরে বন্ডটির বিলুপ্তি ঘটবে। সাড়ে ১১ শতাংশ থেকে ১৪ শতাংশ হারে সুদ দেবে বন্ডটি।
শুধুমাত্র স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, মিউচ্যুয়াল ফান্ড, করপোরেট বডি ও বৈধ বিনিয়োগকারীরা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ক্রয় করতে পারবে।
উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে টাকা সংগ্রহ করে সাউথইস্ট ব্যাংক ব্যাসেল টু’র শর্ত পূরণ, টায়ার টু মূলধন বৃদ্ধি কাজে ব্যয় করবে। সাউথইস্ট ব্যাংকের সাব-অর্ডিনেটেড বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্যে হবে ১০ লাখ টাকা।
এই বন্ডটির ট্রাস্টি হিসেবে কাজ করবে স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক ও গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি।
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৪