ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস লিমিটেডের শেয়ার লভ্যাংশ তাদের বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠানো হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০১৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের ২৫ শতাংশ শেয়ার লভ্যাংশ (স্টক ডিভিডেন্ড) দেয়।
গত ৩০ অক্টোবর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। ওইদিন বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের ভুলতায় কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গণে এ সভা হয়। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ সেপ্টেম্বর।
কোম্পানিটি জানিয়েছে, সমাপ্ত অর্থবছরে তাদের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৬২ পয়সা ও শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৮ টাকা ২৩ পয়সা।
বাংলাদেশ সময় : ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৪