ঢাকা: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে ওয়ালি-উল-মারুফ মতিনের নাম অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
গত মঙ্গলবার কমিশন সভায় ওয়ালি-উল-মারুফ মতিনকে সিএসইর নতুন এমডি হিসেবে চূড়ান্ত অনুমোদন দেয় বিএসইসি।
জানা যায়, ওয়ালি-উল-মারুফ মতিন বর্তমানে মার্চেন্ট ব্যাংক বেটাওয়ান ইনভেস্টমেন্ট লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করছেন। এর আগে তিনি অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি সিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সিএসইর সাবেক এমডি সৈয়দ সাজিদ হোসেনের চুক্তিভিত্তিক মেয়াদ শেষ হয় ৩১ অক্টোবর। এরপর এ পদের জন্য কয়েকজনের সাক্ষাতকার নেয় সিএসই। যাদের মধ্যে ওয়ালি-উল-মারুফ মতিনকে এ পদে মনোনয়ন দেয় সিএসই।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৪