ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলো শহরের বাইরে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে পারবে না। গত বৃহস্পতিবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ নির্দেশনা জারি করেছে।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ২ সিসি ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছ।
নির্দেশনায় বলা হয়েছে, তালিকাভুক্ত কোম্পানিগুলোর সংঘ স্মারকে রেজিস্টার্ড অফিস যে শহরে দেখানো হয়েছে এজিএম সে শহরেই করতে হবে। যদি কোনো কোম্পানি শহরের বাইরে এজিএম করতে চায় সে ক্ষেত্রে বিএসইসির অনুমোদন নিতে হবে।
বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৪