ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ৩০০ কোটি টাকার মুদারাবা সাবঅর্ডিনেটেড বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। ৭ বছর মেয়াদী ফেরতযোগ্য বন্ডটি ব্যাসেল-৩ এর অধীনে টায়ার-২ শর্ত পূরণে ছাড়বে ব্যাংকটি।
রোববার (১৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বিনিয়োগকারীদের অনুমোদন সাপেক্ষে প্লেসমেন্টের মাধ্যমে এ বন্ড ছাড়বে ব্যাংকটি।
এ বিষয়ে আগামী ২৩ ডিসেম্বর ব্যাংকটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।
বাংলাদেশ সময় : ১৩২৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৪