ঢাকা: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে পুঁজি তোলার অনুমোদন পেয়েছে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (বিএসআরএম)। কোম্পানিটি অনুমোদন পেয়েছে বাজার থেকে ৬১ কোটি ২৫ লাখ টাকা তোলার।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৩৩তম নিয়মিত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।
জানা যায়, বিএসআরএম’র প্রতিটি সাধারণ শেয়ারের মূল্য পড়বে ৩৫ টাকা। যার মধ্যে ১০ টাকা অভিহিত মূল্য ও ২৫ টাকা প্রিমিয়াম।
কোম্পানিটি বাজারে ১ কোটি ৭৫ লাখ সাধারণ শেয়ার ছেড়ে মোট ৬১ কোটি ২৫ লাখ টাকা তুলবে। এ অর্থ অনগোয়িং এক্সপানশন/বিএমআরই, ঋণ পরিশোধ ও আইপিও খাতে ব্যয় করা হবে।
গত ৩১ ডিসেম্বর ২০১৩ শেষ হওয়া বছরের নিরীক্ষিত হিসাব অনুযায়ী শেয়ার প্রতি আয় (ইপিএস) ৫.০৬ টাকা এবং নেট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫২.০৯ টাকা।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে অ্যালায়েন্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৪