ঢাকা: বিভিন্ন সিকিউরিটিজ আইন লঙ্ঘন করায় দুই ব্রোকারেজ হাউজকে ২৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
হাউজ দুটি হলো সিলেট প্রাইম ইসলামী সিটি সিকিউরিটিজ লিমিটেড এবং ফাস্ট লিড সিকিউরিটিজ।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) কমিশনের ৫৩৩তম সভায় এ জরিমানা করা হয়।
জানা যায়, বিভিন্ন সিকিউরিটিজ আইন লঙ্ঘন করায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সদস্য ফাস্ট লিড সিকিউরিটিজ লিমিটেডকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে, আইন লঙ্ঘন করায় ডিএসই’র সদস্য প্রাইম ইসলামী সিকিউরিটিজ হাউজকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সম্প্রতি রুটিন পরিদর্শনের অংশ হিসেবে বিএসইসি এ হাউজ দুটি পরিদর্শন করে বিভিন্ন আইনের ব্যত্যয় চিহ্নিত করে। যার পরিপ্রেক্ষিতে কমিশন সভায় এ জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৪