ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের ফু-ওয়াং ফুড কোম্পানি চকলেট বার ও বিভিন্ন ধরনের চকলেট পণ্য উৎপাদন করতে যাচ্ছে। নতুন এই বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ।
রোববার (৭ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়, ৭ ডিসেম্বর থেকে কোম্পানিটি বাণিজ্যিকভাবে ফু-ওয়াং চকলেট বার ও বিভিন্ন চকলেট পণ্য উৎপাদন শুরু করবে।
এসব পণ্য উৎপাদনের ফলে বছরে কোম্পানির প্রায় ২০ কোটি টাকা লেনদেন হবে বলে ধারণা করছে ফু-ওয়াং ফুডের পর্ষদ।
বাংলাদেশ সময় : ১১৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৪