ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

চকলেট পণ্য উৎপাদন করবে ফু-ওয়াং ফুড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৪
চকলেট পণ্য উৎপাদন করবে ফু-ওয়াং ফুড

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের ফু-ওয়াং ফুড কোম্পানি চকলেট বার ও বিভিন্ন ধরনের চকলেট পণ্য উৎপাদন করতে যাচ্ছে। নতুন এই বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ।



রোববার (৭ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, ৭ ডিসেম্বর থেকে কোম্পানিটি বাণিজ্যিকভাবে ফু-ওয়াং চকলেট বার ও বিভিন্ন চকলেট পণ্য উৎপাদন শুরু করবে।

এসব পণ্য উৎপাদনের ফলে বছরে কোম্পানির প্রায় ২০ কোটি টাকা লেনদেন হবে বলে ধারণা করছে ফু-ওয়াং ফুডের পর্ষদ।

বাংলাদেশ সময় : ১১৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।