ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সোমবার স্পট মার্কেটে যাচ্ছে ফু-ওয়াং সিরামিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৪
সোমবার স্পট মার্কেটে যাচ্ছে ফু-ওয়াং সিরামিক

ঢাকা: সিরামিক খাতের ফু-ওয়াং সিরামিক কোম্পানির শেয়ার লেনদেন সোমবার (৮ ডিসেম্বর) থেকে স্পট মার্কেটে হবে।

রেকর্ড ডেটের আগে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত কোম্পানির লেনদেন এ মার্কেটে চলবে।

স্পট মার্কেটের কোম্পানিটির শেয়ার ব্লক ও অডলটে বিক্রি করা যাবে।

রোববার (৭ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

কোম্পানিটি তাদের অনুমোদিত মূলধন ১০০ কোটি থেকে ৩০০ কোটি টাকায় উন্নীত করবে।

এজন্য আগামী ২৮ ডিসেম্বর সকাল সাড়ে ৮টায় রাজধানীর গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১০ ডিসেম্বর।

বিনিয়োগকারীদের সম্মতির পর শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনসাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বাংলাদেশ সময় : ১২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।