ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১০ ডিসেম্বর) আগের কার্যদিবসের চেয়ে লেনদেনের পরিমাণ কমেছে। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক সামান্য কমে ৪ হাজার ৯৪৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৮২৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট বেড়ে এক হাজার ১৫৬ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১০টির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির দাম।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- হামিদ ফেব্রিক্স, অগ্নি সিস্টেমস, বিডি থাই অ্যালুমিনিয়াম, এসআলম কোল্ড রোল্ড, ওয়ান ব্যাংক, বিকন ফার্মাসিউটিক্যালস, কাশেম ড্রাইসেলস, সামিট অ্যালায়েন্স পোর্ট, আরএন স্পিনিং ও আরএসআরএম স্টিল।
লেনদেন হয়েছে মোট ৪২১ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল মোট ৪৩৩ কোটি ৮৬ লাখ টাকা।
এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৭৩ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৩০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৬ পয়েন্ট বেড়ে এক হাজার ১৫৮ পয়েন্টে স্থির হয়।
দুপুর সোয়া ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৫৫ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৮২৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট বেড়ে এক হাজার ১৫৬ পয়েন্টে স্থির হয়।
দুপুর ১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট কমে ৪ হাজার ৯৪০ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৮২৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট বেড়ে এক হাজার ১৫৩ পয়েন্টে স্থির হয়।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৪ পয়েন্ট কমে ৯ হাজার ২৮৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪৬৪ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২ পয়েন্ট কমে ১৫ হাজার ২৩৩ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির দাম।
লেনদেন হয় মোট ৪৫ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল মোট ২৯ কোটি ৮৯ লাখ টাকা।
বাংলাদেশ সময় : ১১০৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৪/আপডেটেড : ১২২৫ ঘণ্টা/আপডেটেড : ১৩১০ ঘণ্টা/আপডেটেড : ১৫১০ ঘণ্টা