ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

এনভয় টেক্সটাইল থেকে কাপড় নেবে চীনের এইচকে লিমিটেড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৪
এনভয় টেক্সটাইল থেকে কাপড় নেবে চীনের এইচকে লিমিটেড

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইল থেকে কাপড় কিনবে চীনের প্রোসপারিটি টেক্সটাইল (এইচকে) লিমিটেড। এছাড়া প্রযুক্তিগত বিষয়ে উভয় কোম্পানি অভিজ্ঞতা আদান-প্রদান করবে।

এজন্য এইচকে লিমিটেড ও এনভয় টেক্সটাইল কোম্পানির মধ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

এতে বলা হয়, বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম বাড়ানোর লক্ষ্যে চীনের উত্তর গুয়াংদু প্রদেশের কোম্পানিটি এনভয় টেক্সটাইলের সঙ্গে চুক্তি সই করে। কোম্পানির প্রধান কার্যালয় ২৪-এফ, ব্লক-এ, পলি ইউনিভার্স প্লাজা, তিয়ানহি নর্ড রোড ৬২৬, গুয়াংদু।

বাংলাদেশ সময় : ১৪২৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।