ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত আরএকে সিরামিকস কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান আরএকে ফার্মাসিউটিক্যালসের শেয়ার কিনে নিচ্ছে সংযুক্ত আরব আমিরাতের গালফ ফার্মাসিউটিক্যালস জুলফার পিজেএসসি ও তার অংশীদাররা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, আরএকে ফার্মাসিউটিক্যালসের ৭৭.৫ শতাংশ শেয়ার কেনার প্রস্তাব দিয়েছে গালফ ফার্মা। প্রস্তাবে আরএকে সিরামিক কোম্পানির পরিচালনা পর্ষদ সম্মতি দিয়েছে।
আরও জানা যায়, আরএকে সিরামিকের পোর্টফলিওতে থাকা আরএকে ফার্মাসিউটিক্যালসের ৫৫ শতাংশ এবং অন্যান্য শেয়ারহোল্ডারদের কাছ থেকে আরও ২২.৫ শতাংশ (মোট ৭৭.৫) শেয়ার কিনবে গালফ ফার্মা।
এছাড়া আরএকে ফার্মাসিউটিক্যালসের আংশিক দায় মেটাবে গালফ ফার্মা। সব মিলিয়ে আরএকে ফার্মাতে গালফ ফার্মার বিনিয়োগ দাঁড়াবে প্রায় ৭৪ কোটি টাকা।
জানা যায়, দুবাইভিত্তিক কোম্পানি আরএকে সিরামিক (বাংলাদেশ) লিমিটেড আরএকে ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৫৫ শতাংশ বা ৫ কোটি ১৭ লাখ ২ হাজার ৮০টি শেয়ার ধারণ করছে। উল্লিখিত পরিমাণ শেয়ার ৭ টাকা দরে গালফ ফার্মার কাছে হস্তান্তর করা হবে, যার মূল্য দাঁড়াবে ৩৬ কোটি ১৯ লাখ ১৪ হাজার ৫৬০ টাকা।
এ বিষয়ে ব্যাংক ও অন্যান্য শেয়ারহোল্ডারদের অনুমোদন নিয়ে শেয়ার হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪