ঢাকা: স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) অগ্রিম কর দেওয়ার নির্দেশ দিয়ে চিঠি দিয়েছে কর সার্কেল-৯৮ (বৈতনিক) ও কর অঞ্চল-৫।
সম্প্রতি এ সংক্রান্ত একটি চিঠি বিএসইসিতে পৌঁছেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
সূত্র জানায়, পূর্ববর্তী বছরের কর নির্ধারণী আদেশের আলোকে বিএসইসি ২০১৫-১৬ বর্ষের অগ্রিম কর দেওয়ার আওতাভুক্ত।
আয়কর অধ্যাদেশ-১৯৮৪ এর ৬৪ ধারা মোতাবেক প্রতি বছরের সেপ্টেম্বর, ডিসেম্বর, মার্চ ও জুন মাসের ১৫ তারিখের মধ্যে সমান কিস্তিতে অগ্রিম কর দেওয়ার বিধান রয়েছে।
সময় মতো অগ্রিম কর পরিশোধের ব্যর্থতার জন্য আয়কর অধ্যাদেশের ৭৩ ধারা মোতাবেক সরল সুদে এবং ১২৫ ধারা মোতাবেক জরিমানা আরোপের বিধান রয়েছে।
আরও জানা যায়, আয়কর অধ্যাদেশের ৬৪ ধারা মোতাবেক ২০১৫-১৬ করবর্ষে অগ্রিম করের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ কিস্তির সম্পূর্ণ টাকা পরিশোধের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।
ওই তারিখের মধ্যে অগ্রিম কর পরিশোধে ব্যর্থ হলে নিয়মানুযায়ী সরল সুদে করারোপসহ অন্যান্য আইনানুগ কার্যক্রম নেওয়া হবে।
গত ২৬ জুন অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিএসইসিকে প্রথমবারের মতো আয়করের আওতায় আনা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪