ঢাকা: সম্প্রতি আইপিও অনুমোদন পাওয়া জাহিন স্পিনিংয়ের আবেদন শুরু হয়েছে। আইপিও প্রত্যাশীরা নির্ধারিত ব্যাংক শাখা ও ব্রোকারেজ হাউজের মাধ্যমে আবেদন করছেন।
আবেদন করা যাবে ৪ঠা জানুয়ারি পর্যন্ত। তবে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ থাকবে ১৩ই জানুয়ারি পর্যন্ত।
এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ৫৩০তম সভায় এ কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাবের অনুমোদন দেয়া হয়।
কোম্পানিটি পুঁজিবাজারে ১ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে ১২ কোটি টাকা সংগ্রহ করবে। ১০ টাকা অভিহিত মূল্যে কোম্পানিটি শেয়ার ইস্যু করবে। ২০১৪ সালের ৩০শে জুন শেষ হওয়া অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী জাহিন স্পিনিংয়ের ইপিএস ১.১ টাকা ও এনএভি ১২.৬৯ টাকা।
বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪
** জাহিন স্পিনিংয়ের আইপিও আবেদন শুরু ২৮ ডিসেম্বর