ঢাকা: শাশা ডেনিমস লিমিটেড কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) ৯০৯ কোটি ৫০ লাখ ০৬ হাজার ৮৩৩ টাকার আবেদন জমা পড়েছে। যা কোম্পানির আইপিও মূল্যের চেয়ে পাঁচগুণ বেশি।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ২১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানির আইপিও আবেদন জমা নেওয়া হয়। আর প্রবাসী বিনিয়োগকরীরা এ সুযোগ পান ৩০ ডিসেম্বর পর্যন্ত।
কোম্পানির আইপিওতে মোট ৯০৯ কোটি ৫০ লাখ ০৬ হাজার ৮৩৩ টাকার আবেদন জমা পড়ে। এর মধ্যে সাধারণ, ক্ষতিগ্রস্ত ও মিউচ্যুয়াল ফান্ডের বিনিয়োগকারীরা ৯০৭ কোটি ১৪ লাখ ৮৬ হাজার ৮৩৩ টাকার আবেদন করেন। এছাড়া প্রবাসী বিনিয়োগকারীরা জমা দেন ২ কোটি ৩৫ লাখ ২০ হাজার টাকার আবেদন।
গত ১৪ অক্টোবর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়মিত সভায় এ কোম্পানির আইপিওর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
কোম্পানিটি বাজারে মোট ৫ কোটি শেয়ার ছেড়ে ১৭৫ কোটি টাকা উত্তোলন করবে। শেয়ারের ফেস ভ্যালু ১০ টাকা ও প্রিমিয়াম ধরা হয়েছে ২৫ টাকা। ফলে প্রতিটি শেয়ারের নির্দেশক মূল্য পড়বে ৩৫ টাকা।
উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিও খরচ বাবদ ব্যয় করবে।
গত ৩১ ডিসেম্বর ২০১৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৭৩ টাকা এবং শেয়ার প্রতি নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) ৫২.৯৫ টাকা।
এ কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড ও ইমপেরিয়াল ক্যাপিটাল লিমিটেড।
বাংলাদেশ সময় : ১০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪