ঢাকা: টানা তিন কার্যদিবস দরপতনের পর দুই কার্যদিবস উত্থানের দেখা পেলো দেশের পুঁজিবাজার। সোমবারের (১৬ মে) মতো দিনভর সূচকের ওঠানামা শেষে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ মে) উভয় বাজারে বেড়েছে সূচক, লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।
এদিন ঢাকার বাজারে সূচক বেড়েছে ৩৮ পয়েন্ট, চট্টগ্রামের বাজারে বেড়েছে ৭২ পয়েন্ট।
এর আগের তিন কার্যদিবস বুধ, বৃহস্পতি ও চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার উভয় বাজারে সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন হয়।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ ব্যাংক পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগের সমন্বয়ের সময়সীমা পরোক্ষভাবে বাড়ানোর ফলে বেশ কিছু ব্যাংক নতুন করে বাজারে বিনিয়োগের সুযোগ পেয়েছে। ব্যাংকগুলোর পাশাপাশি আইসিবিসহ সরকারি প্রতিষ্ঠানের মার্কেট সার্পোটের ফলে বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে।
মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৭ দশমকি ৯৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩২৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন ডিএসইএক্স শরীয়াহ সূচক আগের দিনের চেয়ে ৮ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬২ পয়েন্ট ও ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ২৩ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩০২ কোটি টাকা। আগের দিন লেনদেন হয়েছিলো ২৮৮ কোটি টাকা।
এদিন লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৫টির, কমেছে ৭৯টির ও অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ারের দাম।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসইএক্স ৭২ দশমিক ০৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ১০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হয়েছে ১৮ কোটি ১২ লাখ টাকা।
লেনদেন হওয়া ২৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৩৩টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত আছে ৩৬টি।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মে ১৭, ২০১৬
এমএফআই/জেডএস