সূত্র জানায়, ১০ টাকা অভিহিত মূল্যে ২ কোটি শেয়ারের বিনিময়ে ২০ কোটি টাকা কোম্পানিটি সংগ্রহ করবে। এ টাকায় কোম্পানির ওয়াশিং প্লান্ট ভবন নির্মাণ, ব্যবসা সম্প্রসারণ, মেশিন ও সরঞ্জাম ক্রয়, ইটিপি সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খাতে ব্যয় করবে।
কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
প্রসপেক্টাস অনুসারে ৩০ জুন, ২০১৬ পর্যন্ত সমাপ্ত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১দশমিক ৪৬ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৮ দশমিক ৭০ টাকা।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
এমএফআই/এসএইচ