রোববার (০৫ জানুয়ারি) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ৭৫ কোটি টাকা সংগ্রহ করা প্রতিষ্ঠানকে ২৪ জানুয়ারি (শুক্রবার) ডিএসই’র পরিচালনা পর্ষদ তালিকাভুক্তির আবেদন অনুমোদন করা হয়।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরে প্যাসিফিক ডেনিমসের শেয়ার প্রতি আয় ২ টাকা ৬৩ পয়সা, শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ২২ টাকা ৫৯ পয়সা।
গত ১০ জানুয়ারি কোম্পানিটির আইপিও লটারি ড্র অনুষ্ঠিত হয়। এর আগে ১১ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত কোম্পানির আইপিও আবেদন গ্রহণ করা হয়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৮২তম সভায় প্যাসিফিক ডেনিমসের আইপিও অনুমোদন দেওয়া হয়।
কোম্পানিটি অভিহিত মূল্যে ১০ টাকা দরে ৭ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করেছে। আইপিওর টাকায় ব্যবসা সম্প্রসারণ (পূর্ত নির্মাণ ও যন্ত্রপাতি ক্রয়), ঋণ পরিশোধ এবং আইপিওর খরচ বাবদ ব্যয় করা হবে বলেও সূত্র জানায়।
বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি০৫, ২০১৭,
এমএফআই/এসআরএস