ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ঊর্ধ্বমুখী ধারায় পুঁজিবাজার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
ঊর্ধ্বমুখী ধারায় পুঁজিবাজার

ঢাকা: দরপতনের বৃত্ত থেকে বেরিয়ে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে দেশের পুঁজিবাজার। এর ফলে পাঁচ কার্যদিবস দরপতনের পর চলতি সপ্তাহের তিন কার্যদিবস‌ (সোম, মঙ্গল ও বুধবার) টানা সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে।

এতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৭৬ পয়েন্ট। লেনদেনও বেড়ে হাজার কোটি ছাড়িয়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, দ্রুততম সময়ে ডিএসইতে সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন চালুর পাশাপাশি পুঁজিবাজারের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবির মঙ্গলবার (০৭ মার্চ) সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এর আগের দিন সোমবার অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে বিনিয়োগের একটি বড় অংশ পুঁজিবাজার থেকে আসা উচিত। আর এটা অবশ্যই আসবে। যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এর ফলে বিনিয়োগকারীদের মধ্যে পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। ফলে সূচক ও লেনদেন উভয় বাড়ছে।

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০৮ মার্চ) দিনভর সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন হয়েছে। দিন শেষে ডিএসইতে সূচক বাড়লো ২৭ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লো ৪৭ পয়েন্ট। এদিন সূচকের পাশাপাশি উভয় বাজারে বেড়েছে লেনদেন ও বাজার মূলধন। তবে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।

ডিএসই’র তথ্য মতে, বুধবার ডিএসইতে ৩৬ কোটি ৯৮ লাখ ৪২ হাজার ১৫৬টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৩০২ কোটি ১১ লাখ ৪ হাজার টাকার। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ১২৭ কোটি ৫৬ লাখ ৪ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৯৬১ কোটি ৮ লাখ ২৮ হাজার টাকার।

এদিন তিন সূচকে পথচলা ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ২৭ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৪৯ পয়েন্টে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪০ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩০৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১১৪টি, কমেছে ১৭৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৪৭ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৬০৪ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৮৪ কোটি ২৭ লাখ ৫৬ হাজার ৭২০ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬২ কোটি ৯৫ লাখ ৪৬ হাজার ৬৫৫ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছে ৫৪ কোটি ৭১ লাখ ৩ হাজার ৭৫৩ টাকা।

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৯৮টি, কমেছে ১২৪টি এবং ৩১ কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
এমএফআই/এসআরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।