দিনভর সূচকের ওঠানামা শেষে মঙ্গলবার (১৪ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ২২ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ৩৭ পয়েন্ট।
এর আগেরও টানা পাঁচ কার্যদিবস সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছিলো। মঙ্গলবার সূচক বাড়লেও ডিএসইতে কমেছে লেনদেন, বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।
ডিএসই’র তথ্য মতে, মঙ্গলবার ডিএসইতে ৩২ কোটি ৯৯ লাখ ৯৩ হাজার ২৫১টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৯৬৪ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ১ কোটি টাকার। তার আগের দিন লেনদেন হয়েছে ১ হাজার ২৮৫ কোটি ৪৯ লাখ ৬৩ হাজার টাকার।
এদিন তিন সূচকে পথচলা ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ২১ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৮১ পয়েন্টে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসই-৩০ সূচক ০ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪৩ পয়েন্ট এবং শরীয়াহ্ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩০৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৪০টি, কমেছে ১৫০টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ার।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৩৭ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৬৭৭ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬৭ কোটি ১২ লাখ ৭৬ হাজার ৯৩৫ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬২ কোটি ৪৯ লাখ ২৯ হাজার ৭৪ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৭৮ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ৩১৬ টাকা।
লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১১৪টি, কমেছে ১১৭টি এবং ২১ কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
এমএফআই/এসআরএস/এমজেএফ