কমিশনের ৬শ’তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান জানান, মিউচ্যুয়াল ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ২০ কোটি টাকা।
অভিহিত মূল্য ১০ টাকা দরে প্রতিটি ইউনিট ইস্যু করা হবে। বে-মেয়াদি ফান্ডটি নিয়মিত বিনিয়োগ পরিকল্পনার আওতায় বিনিয়োগকারীদের কাছে ইউনিট বিক্রি করতে পারবে।
ফান্ডটির উদ্যোক্তা ও সম্পদ ব্যবস্থাপক হিসেবে কাজ করছে ক্রিডেন্স অ্যাসেট ম্যানেজমেন্ট। ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।
এদিকে ট্রাস্টির আবেদনের পরিপ্রেক্ষিতে আইসিবি এএমসিএল ফার্স্ট এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের অবসায়ন অনুমোদন দিয়েছে বিএসইসি। ফান্ডটির ১০ বছর পূর্ণ হবে আগামী ২০ মার্চ।
বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এমএফআই/জেডএস