ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

আইপিডিসি ফাইন্যান্সের জিরো কুপন বন্ড অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
আইপিডিসি ফাইন্যান্সের জিরো কুপন বন্ড অনুমোদন

ঢাকা: আইপিডিসি ফাইন্যান্সের ৩০০ কোটি টাকার জিরো কুপন বন্ড অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কমিশনের ৬০০তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বুধবার (১৫ মার্চ) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান জানান, আইপিডিসি ফাইন্যান্সের ৫ বছর মেয়াদি বন্ডটি বাণিজ্যিক ব্যাংক, নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, কর্পোরেট হাউজ, সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ও উচ্চ সম্পদধারী ব্যক্তিদের কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা যাবে।

এক্ষেত্রে প্রতি ইউনিটের মূল্য ১০ লাখ টাকা।    

এ বন্ডের ম্যান্ডেটেড লিড অ্যারেঞ্জার হিসেবে দ্য সিটি ব্যাংক এবং ট্রাস্টি হিসেবে আইডিএলসি ফাইন্যান্স দায়িত্ব পালন করছে।

এদিকে কমিশন সভায় কিছু সংশোধনীসহ বাংলাদেশ সিকিরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ক্লিয়ারিং, সেটেলমেন্ট ও সেন্ট্রাল কাউন্টার পার্টি) বিধিমালা, ২০১৭ এর খসড়া অনুমোদন করা হয়েছে। যা জনমত যাচাইয়ের জন্য দৈনিক পত্রিকা ও কমিশনের ওয়েবসাইটে শিগগির প্রকাশিত হবে।
 
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এমএফআই/আরআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।