এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১০ পয়েন্ট। দেশে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৩৩ পয়েন্ট।
ডিএসই’র তথ্য মতে, বৃহস্পতিবার ডিএসইতে ৩৫ কোটি ৬৯ লাখ ৯০ হাজার ৪২৭টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ১ হাজার ৪০ কোটি ৮৮ লাখ ৯৯ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ২৯০ কোটি ৩৮ লাখ ২৯ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ২৬৩ কোটি ১ হাজার টাকার।
এদিন তিন সূচকে পথচলা ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০ দশমিক ০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭২৬ পয়েন্টে।
পাশাপাশি ডিএসই-৩০ সূচক দশমিক ৪৬ পয়েন্ট কমে ২ হাজার ৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে শরীয়াহ্ সূচক দশমিক ০৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩০১ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে এদিন লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৩০টির, কমেছে ১৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানির শেয়ার।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৩২ দশমিক ৮৪পয়েন্ট কমে ১০ হাজার ৭৫৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬৯ কোটি ২২ লাখ ৬৭ হাজার ৬৮৬ টাকা। এর আগের দিন লেদেন হয়েছিলো ৮০ কোটি ৬ লাখ ১৮ হাজার ৮২০ টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৯৩ কোটি ৬৯ লাখ ৭১হাজার ২০৩ টাকা।
লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ১৩১টির এবং ২২টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
এমএফআই/এসএইচ