গত ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৯৭তম কমিশন সভায় নূরানী ডাইংয়ের আইপিও অনুমোদন দেওয়া হয়। কোম্পানিটি ১০ টাকা দামে ৪ কোটি ৩০ লাখ শেয়ার বিক্রি করে বাজার থেকে ৪৩ কোটি টাকা সংগ্রহ করবে।
উত্তোলিত টাকা কোম্পানির জন্য মেশিনারিজ ক্রয়, ভবন নির্মাণ, ঋণ পরিশোধ ও আইপিও খাতে ব্যবহার করবে। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে রয়েছে ইমপেরিয়াল ক্যাপিটাল, ইবিএল ইনভেস্টমেন্ট ও সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেড।
শতভাগ রপ্তানিকারক নূরানী ডাইং সর্বশেষ অর্থবছরে (এপ্রিল ২০১৫-মার্চ ২০১৬) ১০৩ কোটি ৫৫ লাখ টাকার পণ্য বিক্রি বাদব আয় করেছে। সব ব্যয় শেষে প্রতিষ্ঠানটির মুনাফা হয়েছে ৫ কোটি ৬৫ লাখ টাকা। যা শেয়ারপ্রতি আয় (ইপিএস) হিসেবে হয়েছে ১ দশমিক ৪৮ টাকা। আর ৩১ মার্চ কোম্পানির প্রতিটি শেয়ারে সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকায়। তবে ১৫ মাসের ব্যবসায় (এপ্রিল ২০১৫-জুন ২০১৬) ইপিএস হয়েছে ১ দশমিক ৭৯ টাকা। আর ২০১৬ সালের ৩০ জুন এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪ দশমিক ৩৭ টাকায়।
বাংলাদেশ সময়: ০৫০৩ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
এমএফআই/এএ