আর সংশ্লিষ্টরা বাজারের এ অবস্থাকে মূল্যসংশোধন বলে মনে করছেন।
রোববার দিনভর সূচকের ওঠামানা শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৫৮ দশমিক ৮৬ পয়েন্ট।
ডিএসই’র তথ্য মতে, রোববার ডিএসইতে ১৯ কোটি ৩৮ লাখ ১১ হাজার ৪৭১টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৬১৪ কোটি ৭৫ লাখ ৬৭ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬৯৮ কোটি টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬৭৭ কোটি ৮০ লাখ ৭ হাজার টাকা।
এদিন তিন সূচকে পথচলা ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫৮ দশমিক ৮৬ পয়েন্ট কমে ৫ হাজার ৪৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসই৩০ সূচক ১৮ দশমিক ৫৮ পয়েন্ট কমে ২ হাজার ১৬ পয়েন্টে এবং শরীয়াহ্ সূচক ১০ দশমিক ০৩ পয়েন্ট কমে ১ হাজার ২৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৮০টি, কমেছে ২০৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ার।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১০৩ দশমিক ৬৮ পয়েন্ট কমে ১০ হাজার ৩০৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৭ কোটি ১১ লাখ ৪ হাজার ১৪০ টাকা।
লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৫৯টি, কমেছে ১৪৫টি এবং ১৫টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
এমএফআই/জেডএস