এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৭ দশমিক ২৬ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে ১৭ পয়েন্ট।
এর ফলে টানা দুই কার্যদিবস সূচক পতন হলো। তবে আগের টানা দুই দিন সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছিলো।
ডিএসই’র তথ্য মতে, রোববার ডিএসইতে ২৪ কোটি ৫২ লাখ ৭৬ হাজার ৩১০টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৭৩৭ কোটি ৭২ লাখ ৭৪ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৭৫৮ কোটি ৮৩ লাখ ৪১ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৬৯৩ কোটি ৯৯ লাখ ৭৭ হাজার টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৭৭৪ কোটি ২৭ লাখ ৯৯ হাজার টাকার।
এদিন তিন সূচকে পথচলা ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭ দশমিক ২৬ পয়েন্ট কমে ৫ হাজার ৫৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসই ৩০ সূচক ০ দশমিক ২৯ পয়েন্ট কমে ২ হাজার ৩৩ পয়েন্টে এবং শরীয়াহ্ সূচক ২ দশমিক ৯৩ পয়েন্ট কমে ১ হাজার ২৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৫০টি, কমেছে ১৪৩টি এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ার।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১৭ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৩৯৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫০ কোটি ৪১ লাখ ৯৭ হাজার ৭৫৯ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪১ কোটি ৭৩ লাখ ৬৩ হাজার ৫৫৭ টাকার।
লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১১৭টি, কমেছে ৯২টি এবং ২৩টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মে ০৭, ২০১৭
এমএফআই/এসআরএস/জেডএস