বৃহস্পতিবার (১৮ মে) ডিএসইতে ৬৩৫ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যেখানে আগের দিন লেনদেন হয়েছিল ৬৮৪ কোটি ৪ লাখ টাকার শেয়ার।
বিশ্লেষণে দেখা যায়, ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের তুলনায় ৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৩৯৯ পয়েন্টে। শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৫৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯৯১ পয়েন্টে।
অপরদিকে, দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ব্রড ইনডেক্স ৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ১২৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩৮টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।
দিনশেষে লেনদেন হয়েছে ৩৮ কোটি ৯৬ লাখ ৪ হাজার টাকা। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৬৯৮ পয়েন্টে।
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, মে ১৮, ২০১৭
এএম/এমজেএফ