দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন লেনদেনের পাশাপাশি কমেছে সূচক ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।
একই অবস্থায় লেনদেন হয়েছে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।
ডিএসই’র তথ্য মতে, সোমবার ডিএসইতে ১১ কোটি ৫৪ লাখ ৭৯ হাজার ৯টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৩৪২ কোটি ১ লাখ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩৬৩ কোটি ৪১ লাখ টাকা।
এদিন তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১২ দশমিক ১৫ পয়েন্ট কমে ৫ হাজার ৩৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্য সূচক ৫ দশমিক ২০ পয়েন্ট কমে ১ হাজার ৯৮৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ৩ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৪টি, কমেছে ১৭৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির শেয়ার।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৩৮ দশমিক ১৮ পয়েন্ট কমে ১০ হাজার ৪৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫০ কোটি ৭৬ লাখ ৩১ হাজার টাকার।
লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৫২টি, কমেছে ১৪৪টি এবং ৪২টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, মে ২৯, ২০১৭
এমএফআই/এসআরএস/জেডএস