ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারে বেড়েছে সূচক ও লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
পুঁজিবাজারে বেড়েছে সূচক ও লেনদেন

ঢাকা: মূল্য সংশোধনের একদিন পর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৯ জুন) দেশের পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে।

এদিন সূচক ওঠানামার মধ্যদিয়ে সকাল ১০টায় লেনদেন শুরু হয়ে চলে বেলা সোয়া ১২টা পর্যন্ত। এরপর সরকারি প্রতিষ্ঠান আইসিবিসহ বেশ কিছু প্রতিষ্ঠানের মার্কেট সাপোর্টের ফলে দিনের শেষ সময়ের লেনদেন হয় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায়।

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১৭ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৩৬ পয়েন্ট।

ডিএসই’র তথ্য মতে, সোমবার ডিএসইতে ১৫ কোটি ৫১ লাখ ৪১ হাজার ৬৫০টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৫৪০ কোটি ৮৮ লাখ ৯২ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছে ৪৭৩ কোটি ৩৯ লাখ ৯ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৫৩০ কোটি ১৫ লাখ ৬৫ হাজার টাকা। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৫৪৭ কোটি ২৫ লাখ ৯৭ হাজার টাকার।

তিন সূচকে পথ চলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৭ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্য সূচক ১ দশমিক ৮৬ পয়েন্টে বেড়ে ২ হাজার ৩১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ১ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৬২ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৩টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৩৪ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে ১০ হাজার ২৭২ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫১ কোটি ৪৩ লাখ ৭৪ হাজার ৯৫১ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছে ২৫ কোটি ৮১ লাখ ১০ হাজার ৪০১ টাকা। তার আগে লেনদেন হয়েছিলো ২৯ কোটি ৮৬ লাখ ৭৮ হাজার ৪৩৪ টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৩৫ কোটি ৩৩ লাখ ৪ হাজার ৫০৪ টাকা।  
লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৩৪টি, কমেছে ৭৫টি এবং ২৮টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।