সে হিসেবে গত বছরের তুলনায় রাজস্ব বেড়েছে ৮২ কোটি ৬৯ লাখ ১০ হাজার ৫৫৬ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, চলতি বছরের প্রথম ৬ মাসে ডিএসই সদস্য প্রতিষ্ঠানগুলো থেকে রাজস্ব এসেছে ১১৩ কোটি ১১ লাখ ৩৫ হাজার ৯৬৫ টাকা। যা এর আগের বছরের ৬ মাসে ছিল ৫১ কোটি ৭৭ লাখ ৪২ হাজার ৯৮৪ টাকা। সে হিসেবে ডিএসই সদস্য প্রতিষ্ঠানগুলো থেকে রাজস্ব বেড়েছে ৬১ কোটি ৩৩ লাখ ৯২ হাজার ৯৮১ টাকা।
এছাড়া উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে রাজস্ব আদায় হয়েছে ৪৪ কোটি ৮৫ লাখ ৮৭ হাজার ৫২ টাকা। যা আগের বছরের ৬ মাসে ছিল ২৩ কোটি ৫০ লাখ ৬৯ হাজার ৪৭৭ টাকা।
অর্থাৎ উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে রাজস্ব আদায় বেড়েছে ২১ কোটি ৩৫ লাখ ১৭ হাজার ৫৭৫ টাকা।
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৭
এমএফআই/জেডএস