বৃহস্পতিবার (আগস্ট১০) পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৬০৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএসইসি’র নির্বাহী পরিচালক সাইফুর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
কোম্পানি দু’টির মধ্যে ব্যাংক খাতের কোম্পানি ইসলামী ব্যাংক লিমিটেডের ৫০০ কোটি টাকার নন-কনভার্টেবল মুদারাবা সাব-অর্ডিনেন্ট বন্ড অনুমোদন দিয়েছে কমিশন। বন্ডটির মেয়াদ হবে ৭ বছর।
বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে-বন্ডটি অরূপান্তরযোগ্য। এই বন্ডটি ৭ বছরে সম্পূর্ণ অবসায়ন হবে। বন্ডটি পুঁজিবাজারে তালিকাভুক্তির যোগ্য নয়। মুদারাবা সাব-অর্ডিনেন্ট বন্ড। আর্থিক প্রতিষ্ঠান, কর্পোরেট হাউজ, সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি মধ্যে প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করতে পারবে। টায়ার টু বাস্তবায়ন করতে এই বন্ড ছাড়ছে কোম্পানিটি। বন্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা।
অপর কোম্পানি হলো আর্থিক খাতের কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। এই কোম্পানিকে ৫০০ কোটি টাকার জিরো কুপন বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে বিএসইসি। বন্ডের মেয়াদ হবে ৩ বছর।
বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে- বন্ডটি অরূপান্তরযোগ্য। এ বন্ডটি ৩ বছরে সম্পূর্ণ অবসায়ন হবে। যা বাণিজ্যিক ব্যাংক, নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, কর্পোরেট হাউজ, সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির কাছে প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করতে পারবে।
বন্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১ হাজার টাকা।
বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
এমএফআই/এসএইচ