বৃহস্পতিবার (১০ আগস্ট) বিএসইসি’র ৬০৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান বাংলানিউজকে বলেন, কোম্পানিটির সহকারী ব্যবস্থাপক নজরুল ইসলাম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ব্যবহার করে ৩১ লাখ ৯৫ হাজার ৮৩৫ টাকা মুনাফা করেন।
এই বিও হিসাব ছিল তার স্ত্রী শামীমা নজরুলের নামে। ফলে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ) বিধিমালা, ১৯৯৫ এর বিধি ৩ এর উপবিধি (১) লঙ্ঘন হয়েছে। এ জন্য ওই ২ বিনিয়োগকারীকে ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
নজরুল ইসলাম অলটেক্স ইন্ডাস্ট্রিজের সহকারী ব্যবস্থাপক পদে ২০০৪-০৫ এবং অলটেক্স স্পিনিংয়ে ২০০৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত কর্মরত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
এমএফআই/এসএইচ