ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচকের উত্থানে পুঁজিবাজারের সপ্তাহ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
সূচকের উত্থানে পুঁজিবাজারের সপ্তাহ শুরু

ঢাকা: সূচকের উত্থানের মধ্যদিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৩ আগস্ট) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এর ফলে টানা ২ কার্যদিবস সূচক বাড়লো। তবে তার আগে টানা দু’দিন সূচক পতন হয়েছিলো।

দিনভর সূচকের ওঠানামা শেষে রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১৯ দশমিক ৭৮ পয়েন্ট। দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে(সিএসই) বেড়েছে ৪৩ পয়েন্ট।

ব্যাংক খাতের সব কোম্পানির শেয়ারের দাম এবং বড় মূলধনী বেশ কয়েকটি কোম্পানির শেয়ারের দাম বাড়ায় রোববারও সূচক বেড়েছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।

এদিন উভয় বাজারে সূচক বাড়লেও ডিএসইতে কমেছে লেনদেন। তবে উভয় বাজারে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

ডিএসইর তথ্য মতে, রোববার ডিএসইতে ২৫ কোটি ৮১ লাখ ৩৮ হাজার ৬৪২টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৭৭৭ কোটি ৯১ লাখ ৪৩ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৯৬১ কোটি ৯২ লাখ ৬৫ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছে ৮৬৬ কোটি ১০ লাখ ১১ হাজার টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছে ৯৪৪ কোটি ৭৫ লাখ ১ হাজার টাকা।

তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৯ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯২১ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ০ দশমিক ০৩ পয়েন্টে বেড়ে ২ হাজার ১২৬ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ৩ দশমিক ১৪ পয়েন্ট কমে ১ হাজার ৩১১ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০২টির, কমেছে ১৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৪৩ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১০৬ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৩৬ কোটি ৮৫ লাখ ২১ হাজার ৭১ টাকা। এরআগের দির লেনিদেন হয়েছিলো ৫২ কোটি ২০ লাখ ৮০ হাজার ৫২৯ টাকা। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৫২ কোটি ৭৫ লাখ ৪৫ হাজার ৫৮৬ টাকার।

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৬৭টির, কমেছে ১৫২টি এবং ২৩টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।