ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

বিবিএস ক্যাবলসের শেয়ার কারসাজিতে তদন্ত কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৭
বিবিএস ক্যাবলসের শেয়ার কারসাজিতে তদন্ত কমিটি

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইঞ্জিনিয়ারিং খাতের কোম্পানি বিবিএস ক্যাবলসের ১০ টাক‍া অভিহিত মূল্যের শেয়ার সর্বোচ্চ ১৫৫.৭ ট‍াকায় লেনদেন হয়েছে। শেয়ারটির এ অস্বাভাবিক মূল্য বৃদ্ধির পেছনে কোনো কারসাজি রয়েছে কি-না বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
 
 

মঙ্গলবার (২২ আগস্ট) গঠিত তিন সদস্যের কমিটির সদস্যরা হলেন- বিএসইসির উপ পরিচালক মো. শামসুর রহমান, সহকারী পরিচালক মো. রাকিবুর রহমান ও ঢাকা স্টক এক্সচেঞ্জের মো. আরিফুর রহমান চৌধুরী।
 
কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণ খতিয়ে দেখে আগামী সাত কার্যদিবসের মধ্যে বিএসইসিতে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।


 
গত ৩১ জুলাই পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর থেকেই শেয়ারটির মূল্য অস্বাভাবিক হারে বাড়তে থাকে। প্রায় প্রতিদিনই শেয়ারটি টপটেন গেইনারের তালিকায় উঠে আসে। লেনদেনের প্রথম দিনে কোম্পানিটি ৯০ টাকা ৩০ পয়সায় লেনদেন শেষ করে। এরপর ২২ আগস্ট (মঙ্গলবার) সর্বোচ্চ ১৫৫.৭ টাকায় শেয়ারটি লেনদেন হয়।  
 
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, আগস্ট ২২,২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।