ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে লেনদেন বেড়েছে 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
ডিএসইতে লেনদেন বেড়েছে 

ঢাকা: তিন কার্যদিবস উত্থান আর দুই কার্যদিবস সূচক পতনের মধ্যেদিয়ে আরো একটি সপ্তাহ পার করলো দেশের পুঁজিবাজার। এর আগের সপ্তাহ এক কার্যদিবস উত্থান আর দুই কার্যদিবস সূচক পতনের মধ্যদিয়ে পার হয়েছিলো।

আলোচিত এই সপ্তাহে লেনদেন, সূচক ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।  আগের সপ্তাহে ছিলো ঠিক উল্টো চিত্র।


 
ডিএসই’র তথ্য মতে, বিদায়ী সপ্তাহে (২০-২৪ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৪ হাজার ১৬৪ কোটি ২৬ লাখ ৭১ হাজার ৯৮৯ টাকা। এর আগের সপ্তাহে লেনদনে হয়েছিলো ২ হাজার ৪৪৬ কোটি ৪১ লাখ ৬৯ হাজার ৯১২ টাকা। যা শতাংশ হিসাবে ৭০ দশমিক ২২ শতাংশ বেড়েছে।  
 
 গত সপ্তাহে যা দৈনিক গড় লেনদেন ছিলো ৮৩২ কোটি ৮৫ লাখ ৩৪ হাজার ৩৯৮ টাকা। এর আগের সপ্তাহে দৈনিক লেনদেন হয়েছিলো ৮১৫ কোটি ৪৭ লাখ ২৩ হাজার ৩০৪ টাকার।
 
লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৬টি, কমেছে ১৪০টির অপরিবর্ত রয়েছে ১৭ কোম্পানির শেয়ারের দাম। এর আগের সপ্তাহে লেনদনে কোম্পানির মধ্যে দাম বেড়েছিলো ৯০টির, কমেছিলো ২৩০টির আর অপরিবর্তত ছিলো রয়েছে ১৪টির।
 
তিন সূচকের পথ চলা ডিএসই‘র প্রধানসূচক‘ডিএসইএক্স’ আগের সপ্তাহের চেয়ে ২৪ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ৫হাজার ৮৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই৩০ সূচক ২ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১১ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩০৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
অপর পুঁজিবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৩৩ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এতে লেনদেন হয়েছে ২৬৮ কোটি ৭৩ লাখ ৫৯ হাজার ৪৯৯ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিলো ২২৪কোটি ৬১ লাখ ৫৩ হাজার ৯৮১টাকা।  
 
লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৮টির, কমেছে ১২০টির আর অপরিবর্তত রয়েছে ১৮ কোম্পানির শেয়ারের দাম। এর আগের সপ্তাহে লেনদেন হওয়া কোম্পানির মদ্যে দাম বেড়েছিলো ৭১টির, কমেছিলো ১৮৮টির আর অপরিবর্ত রয়েছে ১৮ কোম্পানির শেয়ারের দাম।  
 
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।