দিনভর সূচক ওঠানামার পর দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৩০ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ৫২ পয়েন্ট।
এর ফলে টানা দুই কার্যদিবস সূচক বাড়লো। তবে তার আগের কার্যদিবস বুধবার উভয় বাজারে দরপতন হয়েছিলো।
ডিএসইর তথ্য মতে, এদিন ডিএসইতে ২৫ কোটি ৮৬ লাখ ৭৩ হাজার ৩২টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৯৩০ কোটি ২২ লাখ ৬২ হাজার টাকা। এর আগের কার্যদিবস লেনদেন হয়েছে ৭৮২ কোটি ১০ লাখ ৮৮ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৮৭৬ কোটি ৪৭ লাখ ৫৭ হাজার টাকা। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৯৭৮ কোটি ৮ লাখ ২ হাজার টাকা।
তিন সূচকে পথ চলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্য সূচক ৭ দশমিক ১৫ পয়েন্টে বেড়ে ২ হাজার ১১৮ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ২ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩০৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৫টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ার।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৫২ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৮৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫২ কোটি ৬২ লাখ ৭৬ হাজার ৬৪৮ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছে ৪৪ কোটি ৩৬ লাখ ৮১ হাজার ৮৫৮ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৬৮ কোটি ৭ লাখ ৭৬ হাজার ৩৭২ টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছে ৭২ কোটি ২৩ লাখ ১৭ হাজার ২৯১ টাকার।
লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১১৫টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯ কোম্পানির শেয়ারের দাম।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
এমএফআই/জেডএস