ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

টানা পাঁচ কার্যদিবস সূচক বাড়লো

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
টানা পাঁচ কার্যদিবস সূচক বাড়লো

ঢাকা: আগস্টের শেষ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৩০ আগস্ট) দেশের পুঁজিবাজারে সূচক বেড়েছে। পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দামও। তবে কমেছে লেনদেন।

দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ২৫ পয়েন্ট।   দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ৪২ পয়েন্ট।


 
এর ফলে টানা পাঁচ কার্যদিবস সূচক বাড়লো। তার আগের গত বুধবার উভয় বাজারে মূল্য সংশোধন হয়েছিলো।
 
ঈদ উপলক্ষে ব্রোকারেজ হাউজে বিনিয়োগকারীদের উপস্থিতি কম থাকায় লেনদেন কমেছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। এদিন মতিঝিলে অবস্থিত ব্রোকারেজ হাউজগুলোতে হাতে গোনা কয়েকজন বিনিয়োগকারীদের উপস্থিতি দেখা গেছে।
 
ডিএসইর তথ্য মতে, বুধবার ডিএসইতে ২৫ কোটি ৬ লাখ ৩৩ হাজার ৮৮১টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৮০৪ কোটি ১৪ লাখ ১৩ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৯২৪ কোটি ৯৫ লাখ ১৯ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৩২ কোটি ৮১ লাখ ১২ হাজার টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৯৩০ কোটি ২২ লাখ ৬২ হাজার টাকা।
 
তিন সূচকে পথ চলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২৫ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্য সূচক ১ দশমিক ৬৭ পয়েন্টে বেড়ে ২  হাজার ১২৬ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ৩ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩১৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪২টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৪২ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১৯৯ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬৩ কোটি ৪০ লাখ ২৪ হাজার ১৭০ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৯ কোটি ৯২ লাখ ৩৬ হাজার ৮৬২ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছে ৭৩ কোটি ৩৩ লাখ ৮৭ হাজার ৬৮ টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৫২ কোটি ৬২ লাখ ৭৬ হাজার ৬৪৮ টাকার।
 
লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১১৯টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩ কোম্পানির শেয়ারের দাম।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭

এমএফআই/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।