এর আগের সোম ও মঙ্গলবার সূচক পতন হয়েছে। তবে তার আগে টানা দুই কার্যদিবস সূচক বেড়েছে।
ডিএসইর তথ্য মতে, বুধবার ডিএসইতে ৪৪ কোটি ৬৮ লাখ ২৪ হাজার ৭১১টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ১ হাজার ৪২৪ কোটি ৩৬ লাখ ৩৯ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ২০৩ কোটি ৪৭ লাখ ১ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ১৫২ কোটি ৩৪ লাখ ৪২ হাজার টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছে ১ হাজার ২৫৯ কোটি ৯০ লাখ টাকার।
তিন সূচকে পথ চলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩৫ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্য সূচক ১১ দশমিক ৪১ পয়েন্টে বেড়ে ২ হাজার ২১২ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ৬ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭২ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৫টির, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ার।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৮৩ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫৯৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৭৭ কোটি ৮৬ লাখ ৭৬ হাজার ৪৮৪ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫৮ কোটি ৭১ লাখ ৬৫ হাজার ৪৭১ টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৭১ কোটি ১৩ লাখ ৫ হাজার ২০১ টাকার।
লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১১০টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯ কোম্পানির শেয়ারের দাম।
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
এমএফআই/এসএইচ