ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

যান্ত্রিক ত্রুটিতে ডিএসইর ওয়েবসাইট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭
যান্ত্রিক ত্রুটিতে ডিএসইর ওয়েবসাইট

ঢাকা: হঠা‍ৎ করে যান্ত্রিক ত্রুটির কবলে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর ) দুপুর ১২টা ১১ মিনিট থেকে ১টা পর্যন্ত এ ত্রুটি লক্ষ্য করা গেছে। এ সময়ে ডিএসইতে কোনো হালনাগাদ করা হয়নি।

 

ডিএসইর ওয়েবসাইড ঠিক না করায় অধিকাংশ বিনিয়োগকারীরা লেনদেন থেকে বিরত থাকেন।  

বিষয়টি বাংলানিউজকে স্বীকার করেন ডিএসইর একাধিক কর্মকর্তা। তারা বলেন, বেলা ১২টার পর ডিএসইর ওয়েবসাইটে যান্ত্রিক ত্রুটি দেখা গেছে। এরপর বেলা ১টায় ক্রটির সমস্যা সমাধান করা হয়।  

তারা আরো বলেন, ভবিষ্যতে এরকম অবস্থায় যাতে আর না পড়তে হয় সেই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিন্ত ডিএসইর পক্ষ থেকে এই ক্রটির জন্য কোনো দুঃখ প্রকাশ করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭
এমএফআই/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।