বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর ) দুপুর ১২টা ১১ মিনিট থেকে ১টা পর্যন্ত এ ত্রুটি লক্ষ্য করা গেছে। এ সময়ে ডিএসইতে কোনো হালনাগাদ করা হয়নি।
ডিএসইর ওয়েবসাইড ঠিক না করায় অধিকাংশ বিনিয়োগকারীরা লেনদেন থেকে বিরত থাকেন।
বিষয়টি বাংলানিউজকে স্বীকার করেন ডিএসইর একাধিক কর্মকর্তা। তারা বলেন, বেলা ১২টার পর ডিএসইর ওয়েবসাইটে যান্ত্রিক ত্রুটি দেখা গেছে। এরপর বেলা ১টায় ক্রটির সমস্যা সমাধান করা হয়।
তারা আরো বলেন, ভবিষ্যতে এরকম অবস্থায় যাতে আর না পড়তে হয় সেই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিন্ত ডিএসইর পক্ষ থেকে এই ক্রটির জন্য কোনো দুঃখ প্রকাশ করা হয়নি।
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭
এমএফআই/বিএস