বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।
কোম্পনি দুটির মধ্যে পাট খাতের কোম্পানি মুন্নু জুট স্টাফলারের মিসেস আফরোজা খানকে চেয়ারম্যান এবং মিসেস হুরন নাহার রসিদকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সিরামিক খাতের মুন্নু সিরামিকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মিসেস হুরুন নাহার রসিদ এবং এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মিসেস আফরোজা খানকে।
বৃহস্পতিবার মুন্নু সিরামিকের শেয়ারে ক্লোজিং প্রাইস ছিলো ১০৭ দশমিক ৮০ টাকা এবং মুন্নু জুট স্টাফালারের শেয়ার বিক্রি হয়েছে ৮৫০ দশমিক ২০ টাকায়। ১৯৮২ সালে তালিকাভুক্ত মুন্নু জুট স্টাফালার কোম্পানিটি এখন ‘এ’ ক্যাটাগরিতে রয়েছে। অপরদিকে ১৯৮৩ সালে তালিকাভুক্ত কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭
এমএফআই/এমজেএফ