ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

শেয়ারবাজার

৯ লাখ শেয়ার বিক্রি করবেন পদ্মা লাইফের দুই পরিচালক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
৯ লাখ শেয়ার বিক্রি করবেন পদ্মা লাইফের দুই পরিচালক

ঢাকা: পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির দুই উদ্যোক্তা-পরিচালক প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। 

বিম‍া খাতে তালিকাভুক্ত কোম্পানিটির এই দুই পরিচালক হলেন, এটিএম এনায়েত উল্লাহ এবং এটিএম রফিক।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, পরিচালক দু’জনের মধ্যে এটিএম এনায়েত উল্লাহ তার হাতে থাকা ২১ লাখ ৬০ হাজার শেয়ারের মধ্যে ৩ লাখ ৩৫ হাজার শেয়ার এবং এটিএম রফিক তার হাত থাকা ৯ লাখ ৪০ হাজার ২০০ শেয়ারের মধ্যে ১ দেড় লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

তারা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বাজারমূল্যে এই শেয়ার বিক্রি করবেন।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
এমএফআই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।