ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ইবনে সিনা’র ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
ইবনে সিনা’র ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

ঢাকা: পূজিবাজারে শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েব সাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
 
এর আগের সোমবার (২৫ সেপ্টেম্বর) পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

এর আগের বছর অর্থাৎ ২০১৬ সালে ৩৭ দশমিক ৫০ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছে।
 
আগামী ২২ নভেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ অক্টোবর।
 
সর্বশেষ ১২ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ টাকা ৬ পয়সা। এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৪২ টাকা ৭৯ পয়সা।
 
১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের  হাতে রয়েছে ৪৪ দশমিক ৩৮ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৭ দশমিক ৬২ শতাংশ শেয়ার আর সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩৮ শতাংশ শেয়ার। কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।
 
মঙ্গলবার ২৫০ টাকা দামে কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে। এদিন ২ লাখ ৬৬ হাজার ৬৮টি শেয়ার কেনা-বেচায় হয়েছে। যার মূল্য ছিলো ৬ কোটি ৭০ লাখ ৮৩ হাজার টাকা।  
 
বাংলাদেশ সময়: ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।