সোমবার (০৯ অক্টোবর) ওষুধ ও রসায়ন খাতের এই কোম্পানির পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগের বছর ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিলো প্রতিষ্ঠানটি।
ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৪ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। ওই দিন সকাল সাড়ে ১০টায় পিএসসি কনভেনশন হল, মিরপুরে অনুষ্ঠিত হবে এজিএম। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩১ অক্টোবর।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ দশমিক ৬১ টাকা । কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮০ দশমিক ১৩ টাকায়।
উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৩৯ দশমিক ৯৫ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২৬ দশমিক ৯০ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩ দশমিক ৪৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ২৯ দশমিক ৭০ শতাংশ শেয়ার।
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা,অক্টোবর ০৯,২০১৭
এমএফআই/আরআই